মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে শাখাওয়াত হোসেন রিপন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গতকাল বড়তাকিয়া বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। রিপন উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দাবী করেছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল আলম।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, রিপনের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।