মিরসরাইয়ে যুবলীগ নেতা মিটুর উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ

200

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটুর উদ্যেগে ২৫০ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার ডাকঘর এলাকায় তার কার্যালয়ের সামনে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। এর আগে করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি প্রায় ৫শতাধিক মানুষের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি বিগত কয়েক বছর যাবত রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।

আশরাফুল কামাল মিটু বলেন, মহামারি করোনাভাইরাসের প্রভাবে দেশে এখন কান্তিকাল চলছে। অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে অনেক কষ্টে জীবন যাপন করছে। তার উপর পবিত্র মাহে রমজান সন্নিকটে। তাই আমার পক্ষ থেকে ওয়াহেদপুর ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এরপর আগে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য দিয়েছি। আমি এলাকার সকল বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানকে এই দুর্যোগে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here