মিরসরাইয়ে যুবলীগ নেতা শামীমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

293

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড মোমিনটোলা এলাকায় উপজেলা যুবলীগের সাবেক সদস্য, আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা সহ-সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাছান মোঃ বেলাল শামীমের ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা হাজ্বী সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মেশকাত উদ্দিন রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আবছার সেলিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আবেদীন সোহেল।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়ের হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজমুল হক বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা জামশেদ আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here