মিরসরাইয়ে রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে ২ জনের কারাদন্ড

82

 

নিজস্ব প্রতিনিধি :
রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে ২ জনকে আটক করেছে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটের সময় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গলাচিপা আবাসন সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত মাটি ভর্তি ২টি ট্রাকও জব্দ করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাটি দস্যু একটি চক্র করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গলাচিপা এলাকায় রাতের আঁধারে পাহাড় কেটে হিঙ্গুলী এলাকায় কৃষি জমিট ভরাট করছিলো। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মো. আলীর ছেলে সায়মনকে (২২) ও মৃত বশির আহমদের ছেলে আব্দুল আলীমকে (৪৭)। সায়মনকে ৬ মাসের ও আলীমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ধৃত আসামী এবং জব্দকৃত ট্রাকগুলো জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়ছে। তিনি আরো জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান এই অভিযান নিয়মিত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here