মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রেদোয়ান কবির (মিয়া সাব) মেমোরিয়াল ট্রাস্ট থেকে মিরসরাই সদর ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে চাল, আলু, তেল, ছনাবুড, চিড়া, চিনি সহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ত্রাণ বিতরণ কমিটির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতাহের হোসেন চৌধুরী জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ ২০০৯ সালের ২৪ আগষ্ট, ২ রমজান সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাব। উনার আত্মার মাগফেরাত কামনায় ২০০৯ সাল থেকে অসহায় দুঃস্থদের মাঝে মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাবের পরিবার থেকে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।