মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু শিবির

459


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সাবেক গর্ভনর ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান লায়ন প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরীর (পিএমজেএফ) আর্থিক সহযোগীতায় লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী ও লায়ন্স চট্টগ্রাম দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় উপজেলার নয়দুয়ার দিঘীরপাড় এলাকায় দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা গর্ভনর লায়ন নাসির উদ্দিন চৌধুরী (এমজিএফ), সাধারণ সম্পাদক লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক লায়ন মুসলিম উদ্দিন খান, লায়ন জাহাঙ্গীর মিয়া (জিএমটি লিডার), গর্ভনর এড্ভাইজার লায়ন হাসিনা খান, লায়ন প্রশম কুমার বড়–য়া, ক্লিফটন গ্রæপের পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী (আরসিএইচকিউ), লায়ন মির্জা মোঃ ইকবাল (আরসিএইচকিউ), লায়ন প্রদীপ কুমার দেব (আরসি), লায়ন জিনাত কোমর রিতা (জেসি), লায়ন তাহের আহমেদ (জেসি), মিরসরাই লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বর্তমান সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, অর্থ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন্স ক্লাব অব খুলশীর সহ-সভাপতি লায়ন রেজাউল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, লিও নুপুর দাশ (টেমার), লিও ক্লাব খুলশী বøু সভাপতি লিও জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক লিও রাজিব পাল, লিও ক্লাব হিলভিউ সাধারণ সম্পাদক লিও নয়ন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক লিও আলী হায়দার চৌধুরী প্রমুখ। এসময় ৭’শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ২’শ ৩০ জন রোগীকে চোখের অপারেশনের জন্য বাচাই করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here