মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩১তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পৌরসভার লাকী-রোজি শপিং সেন্টারের ২য় তলায় শাখা ও নিচ তলায় এটিএম বুথ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ সানাউল্লাহ সাহিদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্রিডার এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুর রহমান টুটুল, মিরসরাই পৌরসভার সাবেক প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া, ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক রাশেদ সরওয়ার, উপ-ব্যবস্থাপক মোঃ শাহাব উদ্দিন। এসময় মিরসরাই শাখার ব্যবস্থাপক শরীফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক জিয়াউল হক জিল্লু সহ ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিয়ের সকল প্রকার সুযোগ সুবিধা ও শরিয়া ভিত্তিক ব্যাংকিয়ের কারনে শাহ্জালাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে দেশব্যাপি মানুষের কাছে আস্থা লাভ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের সর্বৎ অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে অবদান রাখতে কার্যক্রম শুরু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।