মিরসরাইয়ে শিক্ষানুরাগী মীর হোসেন হেড মাষ্টারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

428

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মীর হোসেন হেড মাষ্টার (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া তিনি তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর জানাযা শেষে ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলী, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদুল হাসান টিপু, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, মরহুমের বড় ছেলে জহির উদ্দিন মোঃ হুমায়ুন প্রমুখ। জানাজায় উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ সহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, মীর হোসেন হেড মাষ্টার দীর্ঘ প্রায় ৪৫ বছর শিক্ষকতা পেশায় জড়িতে ছিলেন। প্রধান শিক্ষক হিসেবে প্রায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। এছাড়া নিজামপুর কলেজ, শেখেরতালুক স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here