মিরসরাইয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

160

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দক্ষিণ ধুম সরকারি প্রাথমিক বিদ্যায়লের ১’শ ৫০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর অর্থায়নে ও লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু, লিও ক্লাব অব চিটাগং হিলভিউ ও লিও ক্লাব অব চিটাগং খুলশী এর সহযোগিতায় স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক আছমা বেগম, লিও জেলা ৩১৫ বি-৪ এর রিজোন ডিরেক্টর ও লিও ক্লাব অব চিটাগং হিলভিউ এর পরিচালক লিও নূপুর দাশ, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লুর সহ-সভাপতি লিও সুজন দাশ, যুগ্ম-সম্পাদক লিও রাজিব চন্দ্র পাল, সদস্য লিও শুভ চক্রবর্তী, লিও ক্লাব অব চিটাগং হিলভিউ এর সহ-সভাপতি লিও নয়ন দাশ, যুগ্ম-সম্পাদক লিও রাহুল দাশ, টেইল টুইস্টার লিও ইফাত, সদস্য লিও আবিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here