মিরসরাইয়ে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

258

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ওমর ফারুক সজীব নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে প্রযুক্তির সহায়তায় ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব উপজেলার মিঠানালা ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। গত ১২ জানুয়ারী উপজেলার মিঠানালা দর্জিপাড়া এলাকা এক শিশুকে (১০) রাকিব হোসেন ও সজীব গণধর্ষণ করে। এঘটনায় ১৩ জানুয়ারী ওই শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করে।


মিরসরাই থানার পরিদর্শক (অপারেশনস্) দীনেশ দাশগুপ্ত জানান, ধর্ষণের ঘটনার পর থেকে গ্রেপ্তারকৃত সজীব পালাতক ছিল। প্রযুক্তির সহায়তায় ওসি জাহিদুল কবিরের নেতৃত্বে ঢাকার কদমতলা থানা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here