মিরসরাইয়ে শেষ বিদায়ের বন্ধু’র পরামর্শ সভা ও ইফতার মাহফিল

294

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে করোনা সংকটকালে মৃতদের দাফন ও জানাযা সম্পন্ন করার জন্য গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু’র উদ্যোগে পরামর্শ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৬ মে) ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসায় পরামর্শ সভা সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় এবং কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়কারী নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্লাহ, মাহবুবের রহমান চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক মাজাহারুল ইসলাম চৌধুরী, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মুনাজাত পরিচালনা করেন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়কারী হাফেজ মাওলানা শোয়াইব প্রমুখ। এসময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরামর্শ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here