মিরসরাই প্রতিনিধি
‘গাছ বাঁচায় প্রাণ, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগানে বৃক্ষরোপন ও চারা বিতরন কর্মসূচি পালিত হয়েছে আত্মমানবতার সেবায় পরিচালিত সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু’র উদ্যোগে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। প্রধান সমন্বয়কারী সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে সমন্বয়ক নিজাম উদ্দিনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন সমন্বয়ক হাফেজ মাওলনা মোঃ শোয়াইব, সমন্বয়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সদস্য শহিদুল ইসলাম রয়েল। পওে বিভিন্ন ইউনিয়নের টিম লিডারদের মাধ্যমে মসজিদ, মাদ্রাসার খালি জায়গায় ও সড়কে রোপনের জন্য দুই হাজার ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।