নিজস্ব প্রতিনিধি::
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় মিনহাজ উদ্দিন টিটু (২২) নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট কলেজ ক্যাম্পাসের অদুরে এই হামলার ঘটনা ঘটেছে। সে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে জানান, টিটু রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে টেনে হেঁচড়ে রেল লাইনের উপরে নিয়ে লাঠি, রড দিয়ে বেদড়ক পিটিয়ে আহত করে। পরে লোকজন উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টিটু উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের শহীদুল আলমের পুত্র।
তার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদব নাজমুল হক সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।