মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় উপজেলা ছাত্রলীগের গন্থনা ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিনসহ ৫ আহত হয়েছে। মঙ্গলবার (৯এপ্রিল) রাতে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অন্য আহতরা হলেন, মো. আমান, নুরুদ্দীন, আবু হামিদ ও ইসমাইল। হামলায় আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আহত সালাউদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সালাউদ্দিনসহ কয়েকজন বাজারে আড্ডা দিচ্ছিল। এসময় একটি হাইচ, একটি সিএনজি অটোরিকসা ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে সালাউদ্দিনদের উপর হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলিও বর্ষণ করে। স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীর চলমান উন্নয়ন কাজে আধিপত্যকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরল মোস্তফা জানান, স্থানীয় সন্ত্রাসী আলী, জালালের নেতৃত্বে একটি গ্রæপ এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের অপরাধ কাজে বিভিন্ন সময় সালাউদ্দিনসহ তার লোকজন বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সালাউদ্দিনসহ তার ছেলেদের উপর হামলা চালায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, বাংলা বাজার এলাকায় হামলার ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
ছবির ক্যাপসনঃমিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত সালাউদ্দিন।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।