মিরসরাই প্রতিনিধি
জমজম সুইটস এর চেয়ারম্যান, কুয়েত প্রবাসী আবুল খায়ের সেলিমের পিতা, বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম রব্বানী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের নিজবাড়িতে মারা যান তিনি। বৃহস্পতিবার রাত ১১ টায় চট্টগ্রাম শহরের একেখাঁনে আব্দুল আলী নগরে প্রথম জানাযা ও শুক্রুবার সকাল ১১টায় মিরসরাইয়ের শান্তিরহাট আলিম মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, এসএম সিরাজ। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, বারইয়ারহাট পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ ফারুক,উপেজলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি নেতৃবৃন্দ। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই সমিতি কুয়েত, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।