মিরসরাইয়ে স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

499

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিমের ভাতিজা স্কুল ছাত্র মোস্তফা আবরার আতিকের (১৩) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার সময় নিজামপুর-ভোরেরবাজার সড়কের ওয়াহেদপুর ইউনিয়নের চৌধুরীবাড়ীর রাস্তার মুখে এই হামলার ঘটনা ঘটেছে। সে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
সালাহ উদ্দিন সেলিম অভিযোগ করেন, আতিক প্রতিদিনের মতো পদুয়া থেকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিলো। পদুয়া থেকে কিছুদুর পূর্বে চৌধুরী বাড়ির রাস্তার মাথায় আসলে ১০-১২ জনের একটি গ্রুপ তার উপর অতর্কিতভাবে হামলা করে সড়কের পাশে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হামলায় সময় তারা আমি রাস্তায় না উঠার হুমকি দেয়। তিনি আরো বলেন, রাজনীতি করি আমি। আমার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই ছোট বাচ্চার অপরাধ কি বুঝতে পারছিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here