
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও বেকারির পণ্য বহন করা দুটি ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপচালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া এলাকার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)। ইকবাল পৌরসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।
এদিকে ইকবালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা শাখা।
শোক প্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সরওয়ার উদ্দীন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকবর আলী, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওমর শরীফ, সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দীন,বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল আলম,সদস্য সচিব মোঃ নুরউন নবী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
