মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম মন্টু বড়ুয়া। সে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকার নিরোধ রঞ্জন বড়ুয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের কমলদহ ইউটার্নে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মন্টু বড়–য়া মারা যায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, মহাসড়কের কমলদহ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই পরিবার লাশ নিয়ে গেছে।