মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমলদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবুল হোসেন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ সকালে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার করে সীতাকুন্ডে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।তিনি মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। উনার বাড়ি ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামে। ওনার প্রথম জানাযা আজ বাদ জোর মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও ২য় জানাযা বাদ আছর নিজগ্রামে অনুষ্ঠিত হবে।
[acf field="title_top"]
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

