মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক কনস্টেবল নিহত

207

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ‌‌‌‌ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত হয়েছেন নুরুল আমিন নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। শনিবার (১৭অক্টোবর) সন্ধ্যায় বারইয়ারহাট গাছ মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ফেনী জেলার পরশুরাম থানার রামপুর এলাকার মৃত হাসান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট গাছ বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করছিলেন কন্সটেবল নুরুল আমিন। এসময় ফেনীর দিক থেকে আসা একটি দ্রæত গতির সিএনজি অটোরিক্সা জসীম সওদাগরের দোকানের সামনে নুরুল আমিন কে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় নুরুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মাস্তাননগর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। ঘাতক সিএনজি অটোরিক্সাটি আটক এবং চালককে গ্রেফতারে অভিযান চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here