মিরসরাইয়ে ১০টি স্কুল, মাদরাসা ও কলেজের এমপিও প্রদান

357

মিরসরাইয়ে নতুন করে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও লাভ করেছে। ২০১৯-২০ অর্থবছরে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার (এমপিও) সরকারী অংশ প্রদান তালিকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, নতুন এমপিও’র তালিকায় দাখিল শাখায় ওচমানপুর নূরীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা অর্ন্তভুক্ত হয়েছে। ফাযিল শাখায় নতুন এমপিও পেয়েছে মাদবারহাট ইসলামিয়া ফাযিল মাদরাসা। কামিল শাখায় এমপিও হয়েছে মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা। কারিগরি মাধ্যমিক শাখায় খইয়াছড়া উচ্চ বিদ্যালয় এমপিও হয়েছে।

মাধ্যমিক শাখায় মসজিদিয়া বজলুস সোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুন্নেছা উচ্চ বিদ্যালয় এবং নিম্ন মাধ্যমিক শাখায় ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়কে এমপিও ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শাখায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজকে এমপিও করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির স্কুল শাখা এমপিও ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here