
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই ১১ বছর বয়সের একটি মেয়ে শিশু পাওয়া গেছে। উপজেলার জোরারগঞ্জ থানার চিনকী আস্তানা রেল লাইনের পাশে আনুমানিক মেয়েটি পাওয়া যায়। বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে কান্নাকাটি করার সময় এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জোরারগঞ্জ থানার এসআই মোঃ মুক্তার হোসেন ভূইয়া বলেন, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। মেয়ের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে কিছুই বলিতে পারেনি। বর্তমানে মেয়েটি জোরারগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। ধারনা করা হচ্ছে সে ট্রেন যোগে কোন জায়গা থেকে চলে এসেছে। আমরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবরে মেয়েটির সাপোর্ট সেন্টারে হস্তান্তরের জন্য আবেদন করেছি। যদি অনুমতি পাই তাহলে তাকে হাটহাজারী উপজেলায় অবস্থিত ভিকটিম সাপের্ট সেন্টারে পাঠানো হবে। যদি কোন ব্যক্তি মেয়েটিকে চিনেন তাহলে জোরারগঞ্জ থানায়, যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। জোরারগঞ্জ থানার মোবাইল নম্বর- ০১৭৬৯৬৯৪৫১৩
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।
