মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৫জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার রামুর আব্দুল মাজেদ ও মো. আমিন। এসময় তাদের নিকট থেকে ১০০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসের যাত্রী আব্দুল মাজেদ ও মো. আমিনকে ১০০০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।