মিরসরাই আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

190


মিরসরাই প্রতিনিধি


দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মিরসরাইয়ে। দলটি ৭১ বছরে পা দিলো। রবিবার (২৩ জুন) সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মাষ্টার, প্রচার সম্পাদক মো. শহীদুন্নবী, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহাজাহান, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজ-উ-দ্দৌলা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্মœ আহ্বায়ক নুরুল আবছার সেলিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন, সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. লিটন, মিরসরাই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মিরসরাই কলেজ মসজিদের খতিব মাওলানা সানা উল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here