মিরসরাই প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন কোন কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি। গত এক সপ্তাহ ধরে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিয়েছে সরকারি দল ও প্রশাসনের লোকজন। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রায় সকল গ্রামে। বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপি প্রার্থী নুরুল আমিন।
উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে আমাদের প্রার্থী নুরুল আমিনের বাড়ির আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়েছে। আমাদের অনেক এজেন্টকে গ্রেপ্তার করা হয়। উপজেলার ১০৪ কেন্দ্রের কোথাও এজেন্ট ঢুকতে দেয়নি। ভোটের আগের রাতে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।