মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মিরসরাই ইকোনোমিক জোন’ এলাকা থেকে সাবেক এক সেনা সদস্যের (ল্যান্স কর্পোরাল) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৬জুন) দুপুর ১২ টার দিকে লাশ উদ্ধার করেন ইকোনমিক জোনে কর্মরতরা।
ওই সেনা সদস্যের নাম নান্নু মিয়া। নিহতের বাড়ি ফরিদপুরের মধুপুর উপজেলায়। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তিনি ইকোনোমিক জোন এলাকার করিম কইন্সট্রাকশনের আওতাধীন ওয়াহিদ এন্টারপ্রাইজের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।
নান্নু মিয়ার লাশ নদীতে বাসতে দেখে উদ্ধার করেন তারা। তবে কি কারনে মারা গেছে নাকি হত্যা করে পেলে দেয়া হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মিরসরাই ইকোনোমিক জোন পুলিশ ফাঁড়ির সদস্যরা দুপুর ১২ টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। লাশের সন্ধান পায় ওয়াহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তারা।
জোরারগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ অালী।