
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক এম.এ তাহের ভূঁইয়া, সদস্য সচিব মোরশেদ আজম, শরীফুল ইসলাম খোকন সহ নেতৃবৃন্দ। শারজাহ প্রদেশের জোবাইরস্থ বাগান বাড়িতে শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে নির্মিত শহীদ মিনার বেদীতে শহীদদের স্মরণে দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলাদেশ সময় রাত ১২ টা ১ মিনিটের সময় শারজাহ বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতীয় শোক দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত ছাড়াও যে সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে সেগুলো হলো বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখা, দুবাই বঙ্গবন্ধু পরিষদ, আজমান বঙ্গবন্ধু পরিষদ, মাদাম বঙ্গবন্ধু পরিষদ, দুবাই আওয়ামী লীগ, হাটহাজারী সমিতি, রাউজান সমিতি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, আক্তারুজ্জামান স্মৃতি সংসদ। শহীদ বেদীতে সকল শহীদ স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
