মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার নন-গেজেটেড সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩টায় উপজেলা পরিষদের কক্ষে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উচ্চমান সহকারী অসীম কুমার রক্ষিত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের সিএ আতিক উল্যাহ। নব নির্বাচিত কমিটির সদস্যরা মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সাথে ফুল দিয়ে সৌজন্যে সাক্ষাত করেন। এ সময় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।