নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ০৪ অক্টোবর ) উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ দাউদুল ইসলামের সঞ্চালনায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিগত নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ নিজাম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রদল নেতা এবং উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,যুবদল নেতা ওমর ফারুক,হানিফ মিয়াজি, বারইয়ার হাট কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন টিটু সাধারণ সম্পাদক মোহন কুমার দে। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, তানভীর সিদ্দিকী, আবু বক্কর সিদ্দিকী জনি, আবুল খায়ের,মোঃমাসুদ,মন্জুরুল ইসলাম রিয়াদ,মোঃ রিপন,জাহেদ চৌধুরী,হেলাল উদ্দিন ভূইয়া, মোঃ বাবলু,আমজাদ হোসেন রাজু,শহীদুল ইসলাম,তানভীর সিদ্দিকী,সাব্বির হোসেন,মোহাম্মদ রাসেল,মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন তার বক্তব্যে বলেন, দেশে এখন কোন নিয়ন্ত্রন নেই। নিয়ন্ত্রনহীন ভাবে চলছে। ক্যাসিনো ব্যবসায়ী আর জুয়াড়িদের বিরুদ্ধে সরকার লোক দেখানো অভিযান চালাচ্ছে। বর্তমান সরকার রহস্যজনক কারণে গত দশদিন আগে ক্যাসিনো, জুয়া এবং মাদক বিরোধী অভিযান শুরুর পর আমরা বলেছিলাম লোক দেখানোর জন্য এসব করা হচ্ছে। এখন সেটাই বাস্তবে প্রমাণ হচ্ছে। ক্রমেই হাস্যকর হয়ে উঠেছে এই কথিত অভিযান। ঢাক-ঢোল-তবলা বাজিয়ে কয়েকটা ‘যদু-মধু’ আটক করার পর এখন মন্ত্রীরা চিৎকার দিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এখনো মূল অপরাধীরা অধরাই থেকে গেছে। এই দেশ বেশিদিন অনাচার-অবিচার-অন্যায়-দুর্নীতি সহ্য করেনি, ভবিষ্যতেও করবে না। এদের ভয়াবহ পরিণতি এগিয়ে আসছে। সরকার অন্যায়ভাবে বারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। কিন্তু জনগন জেগে উঠলে তাদের রক্ষা হবে না। তাই নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন কারণ, দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র রক্ষার আগামী আন্দোলন সংগ্রামে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।