মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

263

মিরসরাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সভাপতি ও ১নং করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৯ফেব্রয়ারী (শনিবার) স্মরণ সভার আয়োজন করেন মিরসরাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠন সমুহ।

মিরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক  মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইফতেখার মাহমুদ জিপসনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১মিরসরাই আসনে বিএনপি’র মনোনীত বিগত সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী,চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র সম্মানিত সদস্য জনাব মোঃ নুরুল আমিন। স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজি নিজাম উদ্দিন। উক্ত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here