নিজস্ব প্রতিনিধি,
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে এবং মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের নির্দেশে মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য শাহীনুল ইসলাম স্বপনের উদ্যোগে উপজেলার ৭ নম্বর কাটাছরা ও বারইয়ারহাট পৌরসভার নেতাকর্মী, দুস্থ্য ও গরীবদের মাঝে খাদ্যসামগ্রী ও নেতাকর্মীদের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) কাটাছরা ও বারইয়ারহাটে এই খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন জানান, করোনার কারণে দুঃসহ জীবনযাপন করছেন এমন নেতাকর্মী, দুস্থ্য ও গরীবদের মাঝে খাদ্যসামগ্রী ও নেতাকর্মীদের জন্য ঈদ উপহার বিতরণ করি। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি। এই কার্য্যক্রম করোনা চলাকালীন সময়ে বিভিন্ন ইউনিয়নে অব্যাহত রাখার চেষ্টা করবো।