মিরসরাই উপজেলা যুবলীগের হাল ধরতে সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিয়াজ

176

 

মিরসরাই প্রতিনিধি :
রাত পোহালেই বহু কাঙ্খিত মিরসরাই উপেজলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি। পাশাপাশি সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতা-কর্মীরা। শেষ মুহর্তে সভাপতি সম্পাদক পদে জোর তদবির চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তাদের মধ্যে অন্যতম মোঃ রিয়াজ উদ্দিন।

জানা গেছে, উপজেলা যুবলীগের হাল ধরতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন মোঃ রিয়াজ উদ্দিন। বর্তমান উপজেলা আহবায়ক কমিটির সদস্য রিয়াজ দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

জানা গেছে, ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতির হাতেখড়ি হয়েছে রিয়াজের। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থেকে পরবর্তিতে যুবলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।

যুবলীগের সকল কার্যক্রমে নিজে ও কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রতিনিয়ত নেতা-কর্মীদের সুখে দুঃখে নিজেকে উজাড় করে দিচ্ছেন। রিয়াজ বলেন, আমি দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরবর্তিতে যুবলীগের রাজনীতিতে জড়িত হই। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমালে দলের সকল কর্মসূচিতে রাজপথে স্বোচ্ছার ছিলাম। এ জন্য হামলা, মামলার শিকার হয়েছি। ২০১৩-২০১৪ সালে আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে ও উনার সুযোগ্য সন্তান, মিরসরাইয়ের আগামীর দিনের এমপি মাহবুবুর রহমান রুহেল ভাইয়ের পরামর্শে জামায়াত, বিএনপির সকল নাশকতামূলক কর্মকান্ড রাজপথে থেকে প্রতিহত করেছি। কোনদিন পদ পদবীর আশা করিনি। আগামীতে যুবলীগকে সুসংগঠিত করতে, এবং নেতা-কর্মীদের পাশে থাকতে আসন্ন কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।

রিয়াজ উদ্দিন আরো বলেন, যুব সমাজের রাজনীতিকে গতিশীল এবং মাদকমুক্ত যুব সমাজ গড়তে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। মুলত যুবলীগকে সুসংগঠিত করতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। রিয়াজ শুধু রাজনীতি নয়, পাশাপাশি সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। এছাড়া করোনাকালে এলাকার কর্মহীন এবং দরিদ্র অনেক পরিবারকে ত্রান সহায়তা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here