মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাস্টবিন হস্তান্তর করলেন এক যুবক

315

নিজস্ব প্রতিনিধি
যত্রতত্র না রেখে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাস্টবিন হস্তান্তর করেছেন বারইয়ারহাট এ.কে ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী আরিফুল ইসলাম। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ নুরুল আবছারের কাছে ৬টি ডাস্টবিন হস্তান্তর করেন। এসময় আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিনহাজ উদ্দিন, সাংবাদিক এম মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আসলে দেখা যায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা না রেখে যেখানে সেখানে ফেলে রাখা হয়। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি হাসপাতালে কয়টি ডাস্টবিন দিলে সেখানে সবাই ময়লা আবর্জনা রাখবেন। এতে করে পরিবেশ দূষিত হবে না। এছাড়া প্রতি দুইমাস পর পর পুরো হাসপাতাল পরিস্কার করবেন এবং অজ্ঞাত ও অসহায় রোগীদের সহায়তা করার আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, আরিফুল ইসলাম ছোটবেলা থেকে স্বেচ্ছায় বিভিন্ন সমাজ সচেতনতামুলক কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৭ সালে বাই সাইকেল যোগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৩৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক ও যৌতুকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here