মিরসরাই প্রতিনিধি
বিশুদ্ধ পানি নিশ্চিত করনের লক্ষ্যে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার প্রদান করেছেন বারইয়ারহাট এ.কে ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী আরিফুল ইসলাম। শনিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ নুরুল আবছারের কাছে ফিল্টারগুলো হস্তান্তর করা হয়। এসময় রাজনীতিবিদ ব্যবসায়ী রেজাউল করিম মাষ্টার ও সাংবাদিক এম মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আরিফুল ইসলাম ছোটবেলা থেকে স্বেচ্ছায় বিভিন্ন সমাজ সচেতনতামুলক কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৭ সালে বাই সাইকেল যোগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৩৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক ও যৌতুকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করেন।