মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমান উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার বিষয়টি জানানো হয়।
উপজেলা কমিটি ঘোষণা করে আগামী তিন মাসের জন্য মাসুদ করিম রানাকে আহ্বায়ক, একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল, আরিফুল ইসলাম, ফাহিমুল হুদা, মিঠুন শর্মাকে যুগ্ন-আহ্বায়ক এবং রিফাত হোসেন সাদ্দাম ও নাজমুল হোসেন চৌধুরী মুন্নাকে কমিটির সদস্য নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, আগামী তিন মাসের জন্য আমরা একটি আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছি এবং বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।