মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

605

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগষ্ট আল-আইন সুপার রেষ্টুরেন্টে অনুষ্ঠিত প্রোগ্রামে সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরনবী করিম বাবলুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু। প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সামসুর নাহার স্বপ্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আল আইন শ্রমিক দলের সভাপতি হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, আল আইন যুবদলের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন। এসময় আরো বক্তব্য রাখেন শেখ খোরশেদ আলম, এম মোর্শেদ, আবদুল করিম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নুর উদ্দিন, কামরুজ্জামান ইমরান, আলমগীর হোসেন মন্টু সাইফুল ইসলাম ভূঁইয়া, আবদুল করিম ভূঁইয়া, ওমর ফারুক, আসাদুল ইসলাম সানি প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার অন্যায়ভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখেছে। কিন্তু আর বেশিদিন বন্দী করে রাখতে পারবেনা। জনগন জেগে উঠলে তারা পালানোর পথও পাবে না। আগামীর আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here