
মিরসরাই প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় দোয়া ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মিরসরাই জাতীয়তাবাতী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শারজা হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এই সংবধা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। ফোরামের সভাপতি মহিউদ্দিন মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রিয়াদ ভুইয়ার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন। বিশেষ বক্তা ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরনবী করিম বাবলু। এসময় আরো বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মোস্তফা খান, জহিরুল ইসলাম তানসান, নসির উদ্দিন চৌধুরী, সরোয়ার ইকবাল, শামছুল আরিফ ওমর ফারুক, সাগর ভূইয়া , কামরুল হাসান সোহেল, শরিফুল ইসলাম, নুরনবী চৌধুরী, আনোয়ারুল হক, শামস, ফারুক ভুইয়া, মো. দিদার, পেয়ার মিয়া, সোহাগ, নুরউদ্দিন, হাসান মাহামুদ, জাফর মাহামদু জোবায়েত, এনামুল হক, মিজানুর রহমান ও ফরহাদুল ইসলাম প্রমুখ।
