মিরসরাই থানার নতুন ওসি মজিবুর রহমান

247

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মজিবুর রহমান (পিপিএম)। সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের স্থলাভিসিক্ত হলেন। হঠাৎ বদলী হয়ে সিএমপিতে গেছেন জাহিদুল কবির। তবে কোন থানায় যোগদান করবেন তা এখনো জানা যায়নি। মিরসরাই থানায় আসার আগে তিনি জোরারগঞ্জ থানায় দায়িত্ব পালন করেছেন। বিগত সংসদ নির্বাচনে আগে তিনি মিরসরাই থানায় যোগদান করেছিলেন।

জানা গেছে, গত ২২ মার্চ উপজেলার সমন্বয় সভায় মিরসরাই থানার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে অসোন্তষ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অনেকে মনে করছেন ওই কারণে হয়তো হঠাৎ করে মিরসরাই থানা থেকে বদলী হয়েছেন তিনি।

এদিকে বুধবার (২৫ মার্চ) তিনি মিরসরাই থানার দায়িত্ব গ্রহন করেন নতুন ওসি মজিবুর রহমান। এরআগে তিনি গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মজিবুর রহমান বলেন, ২৫ মার্চ থানায় যোগদান করেছি। এখন করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে মাঠে রয়েছি। সন্ত্রাস, মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here