মিরসরাই প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাই থানা আয়োজিত ব্যাডমিন্টন টুূর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) সন্ধ্যায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনালে অফিসার ইনচার্জ জাহিদুল কবির জুটি ওসি (তদন্ত) বিপুল দেবনাথের জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জাহিদুল কবির, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন নাথ, মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি ( অপারেশন্স) দিনেশ দাশগুপ্ত, উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ, সেবা হাসপাতালের পরিচালক অর্জুন নাথ,
মিরসরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ, সদস্য সুজন মন্ডল।