মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম জানান, মিরসরাই থানা এলাকা মাদক মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার রাতে মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর এলাকা থেকে হেলাল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওন দে (২১) ও নাজিমুদ্দিন (২২) ও মঙ্গলবার সকালে হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৬০০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আনোয়ার (৩৪) ও শাহজাহান (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।