মিরসরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রিয়াজের গনসংযোগ

608

মিরসরাই প্রতিনিধি
আগামী ২৮ ফেব্রুয়ারি মিরসরাই পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন গনসংযোগ করেছেন। শুক্রবার (১৯ ফেব্রয়ারি) বিকেলে দলীয় কর্মী, সমর্থকদের সাথে নিয়ে মিরসরাই পৌরবাজার ও বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে টেবিল ল্যাম্প প্রতিকে ভোট প্রার্থনা করেন।
রিয়াজ উদ্দিন বলেন, ইনশাআল্লাহ ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তারা পরিবর্তন চাইছে। আগামী ২৮ ফেব্রুয়ারি টেবিল ল্যাম্প প্রতিকে ভোট দিতে মুখিয়ে রয়েছে ভোটাররা। আমাকে ভোট দিয়ে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করে জনগনের পাশে থাকার সুযোগ করে দেবে। তিনি আরো বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। পুরো ওয়ার্ডকে সিসি ক্যামরার আওতায় এনে সার্বক্ষনিক মনিটরিং করা হবে। মেয়র মহোদয়ের সাথে থেকে ওয়ার্ডে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here