
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির নির্বাচন কাল শনিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। মিরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ও মিরসরাই পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন। গত ৬ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধের পর প্রচার প্রচারনা, গনসংযোগে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। বাজার কমিটির ভোটকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পেষ্টুন, ব্যনার লিফলেটে ছেঁয়ে গেছে পুরো বাজার। নির্বাচনে ৭’শ ৪৬ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটাররা সহ-সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক-১জন, যুগ্ন সম্পাদক ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন, ধর্মীয় সম্পাদক ১ জন, সদস্য ৪জন নির্বাচিত করবেন। ইতোপূর্বে কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল কালাম বেলাল (চাঁদ) প্রতীকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে লড়ছেন সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা (ছাতা), মোঃ নুরুল গনি (আনারস), মোহাম্মদ আতাউল কবির (চেয়ার), সাধারণ সম্পাদক পদে সমর সূত্রধর (গরুর গাড়ী), পারভেজ মিয়া (টেবিল), অভি রায় (হারিকেন), মোঃ মেজবাউল আলম (মাছ), যুগ্ন সম্পাদক পদে মোঃ মেজবা উদ্দিন (মই), মোঃ সোলেমান (প্রাইভেট কার), সাংগঠনিক সম্পাদক পদে নেপাল চন্দ্র নাথ (হরিণ), কামরুল হাসান জেকি (তালা চাবি), প্রচার সম্পাদক পদে মোঃ নুর উদ্দিন (মাইক), মোঃ আলাউদ্দিন (দোয়াত কলম), দপ্তর সম্পাদক পদে উৎপল চন্দ্র দাশ (মোরগ), প্রনব সিংহ (সিংহ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম (ফুটবল), রুপন কুমার নাথ (ঘুড়ি),

ধর্মীয় সম্পাদক পদে মোঃ হাফিজুর রহমান (গোলাপ ফুল), মাহফুজুল আলম (হাত পাখা), সদস্য পদে মোঃ ইউসুফ (কলস), বিশ্বজিত চন্দ্র নাথ (চশমা), মোঃ আলমগীর হোসেন (উড়োজাহাজ), নুরুল করিম (টিউবওয়েল), মোঃ জাহাঙ্গীর আলম (আম), আ.ন.ম জাবেদুল ইসলাম (টিয়াপাখী) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।

মিরসরাই পৌর বাজার নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, ভোট গ্রহনের জন্য ইতমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোটের কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচনে যে সকল প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন সবাই যোগ্যতাসম্পন্ন। আশাকরি ঝাঁকঝমকপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করবেন। শক্তিশালী বাজার পরিচালনা কমিটিকে সাথে নিয়ে মিরসরাই পৌর বাজারের নামে বরাদ্ধ থাকা ৫৫ শতক জায়গা উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করা হবে।

