মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়ার পিতা হাজী আবুল বশরের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) প্রেসকাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মিরসরাই দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শোয়াইব।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সভাপতি মোঃ নুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্য মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাদমান সময় ও সদস্য আশরাফ উদ্দিন, সাফায়েত মেহেদী।
সংপ্তি আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে নিহতের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।