মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শারফুদ্দীন কাশ্মীর, মো. সারওয়ার হোসেন চৌধুরী টুটন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাধারণ সদস্য আশরাফ উদ্দিন, সাফায়েত মেহেদী।
বিকেলে ক্লাব কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. সারওয়ার হোসেন চৌধুরী টুটন ও দাতা সদস্য এসএম আবু সুফিয়ানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভায় ক্লাবের ২০২১ সালের জন্য ক্যালেন্ডার মুদ্রণ, বার্ষিক আনন্দ ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।