মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রুবেল (৩০) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪জানুয়ারি) উপজেলার বামনসুন্দর স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। সে বামনসুন্দর স্লুইচ গেইট এলাকায় একটি সেতু নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। নিহত রুবেল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকার মো. শফির ছেলে।
জানা গেছে, আল আমিন কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শিল্পনগরের বামনসুন্দর স্লুইচ গেইট এলাকায় সেতু নির্মানের কাজ চলছে। শনিবার সকালে নির্মান কাজের জন্য মো.রুবেল গ্রান্ডিং মেশিনে বিদ্যুৎ লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মিরসরাই থানার উপ-পরিদর্শক মাহফুজুল আলম জানান, নিহত রুবেলের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং তার স্বজনদের খবর পাঠানো হয়েছে।