আজ সোমবার (৫ আগষ্ট) মিরসরাই উপজেলা কৃষি অধিদফতর পক্ষ থেকে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার উদ্যেগে মাদ্রার ছাত্র ছাত্রীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। উক্ত কর্মসুচী তে উপস্থিত ছিলেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা আলাউদ্দিন, নূরানী বিভাগের প্রধান মাওলানা সিরাজ উদ্দিন,সহকারী মৌলভী মাওলানা হায়দার আলি মাষ্টার, একরামুল হক প্রমুখ,সার্বিক পরিচালনায় ছিলেন এইচ,এম জাহিদুল ইসলাম চৌধুরী
[acf field="title_top"]
মিরসরাই বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার উদ্যেগে চারা বিতরণ
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

