মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সভাপতি রনজিত কুমার নাথ।
উপজেলা শিক্ষক সমিরি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন এর উপস্থাপনায় এবং সভাপতি জাফর ছাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধা আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক আবু ছালেক প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তফাকে সভাপতি ও জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।