মিরসরাই সদরে দিন দুপুরে বাসা-বাড়ীতে চুরি

205

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সদরে দিন দুপুরে একটি ভাড়াটে বাাস-বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে মিরসরাই সরকারি পাইলট স্কুলের নতুন ভবনরে পাশবর্তি একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বাসার বাসিন্দা প্রবাসী দিলিপ চন্দ্রনাথের স্ত্রী সোমা নাথ পাশে অবস্থি ন্যাশনাল ব্যাংকে যান। এসময় চোরদের একজন পাশবর্তি ঘরে বাসা ভাড়া দেয়া হবে কিনা গৃহিনীর কাছে জানতে চায়। বাসা খালি নেই জানিয়ে তিনি ভেতর থকে দরজা বন্ধ করে দেন। পরে চোরেরা ওই গৃহিনীর ঘরে দরজা বাইর থেকে বন্ধকরে দিয়ে সোমার বাসায় চুরির কান্ড ঘটিয়ে মুহুর্তে সটকে পড়ে। এসময় চোরের দল ঘরের দরজার তালা ভেঙ্গে বাসার ভেতর ঢুকে আলমিরা থেকে নগদ ১০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জনিসিপত্র নিয়ে যায় বলে গৃহিনীর অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেনে মিরসরাই থানার উপ-পরদিশক জাকির হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here