মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের দীর্ঘায়ু কামনা সহ নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( শুক্রুবার) মিঠাছরা মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার শারিরীক সুস্থতা কামনা করে ও সারা বিশ্বের মুসলমানদের মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি রক্ষা করতে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিন,মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দ।