মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যেগে করোনাভাইরাসের প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি, দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার প্রায় ৪শতাধিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন সংযগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও ওমান প্রবাসী সমাজকর্মী হাজ্বী আব্দুল মতিন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াঁজ, তেল সহ বিভিন্ন খাদ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার পর থেকে মিরসরাই বাসীর জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহামারি করোনাভাইরাসে কর্মহীন, খেটে খাওয়া, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। উপজেলার ৮ নং দুর্গাপুর, ৯নং মিরসরাই সদর ও ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।